শীতের সকালে রোদ মাখা ভাত থালা হাতে
ভাতের আঠালো ঝাঁঝে মায়ের গন্ধ নিতে,
মাখা ভাতে তোমার ছবি ভাসে টলমলে
চাপা কষ্টে তাপদাহে পোড়ে অদৃশ্য অনলে ।
দাঁত ঝাঁকুনির মলিন মুখে খাই না আমি ভাত
অশ্রু জলে ভরে থালা জেগে রই সারা রাত,
কত রাত শুন্যে উড়ে পাখির ডানায় ভরে
এমন রাত আসে না যেন আবার নতুন করে ।
ঠোঁটের তুলি মাতাল হোল অচেনা চুমুর ঘ্রানে
মাগো তুমি কেমন আছো জানতে চাই প্রানে,
চুয়াল্লিশ বছর তাকিয়ে আছি দুনয়নের জলে
আসবে কবে বাসবে ভালো দুঃখ গুলো ভুলে ।