বাস্তবে বসন্ত অন্তরে নাই আছে পলাশ ডালে
যে ডালে আগুন জ্বলে ফাগুনের লাল ফুলে ,
মা তুমি নাই তাই বসন্ত হারিয়েছি চিরতরে
যখনি ভাবি তুমি আসো আমার অন্তরে ।

কখনো পাহাড়ের কঠিন ছায়াপথ নিরবে থামে
ঝরনার জল গড়িয়ে পড়ে কষ্টের ধরাধামে ,
সেই শীতল ছোঁয়া মায়ের ছায়ায় মাথা রেখে
শিল্পীরা চিত্র আঁকে কারুকাজে নিজ চোখে ।

কবিরা কাব্যের সুর তোলে মায়ের আরাধনায়
আর আমি তাদের কুর্নিশ করি সদা বন্ধনায় ,
একদিন দূর আকাশ হতে গন্ধ আসে গাঁয়ের
ভাবি কি সে মমতা নতুন করে পাই মায়ের ।