আজ সপ্ন গুলো ঝিলিমিলি,
গল্প্গুলো নিরিবিলি;
রিমঝিম-রিমঝিম।
দুরু-দুরু বইছে বাতাস
সমীকরণে নেই কোন ভুল,
সচ্ছল মন উড়ছে নেচে
সময় বইছে জটিল বেগে।
জীবনের কোন কারাগার নেই,
পায়ে-পায়ে পূর্ণ বেগ
বাতাসের কানে কানটি রাখো,
শুনতে পাবে মনের কথা।
আকাশের দিকে চেয়ে দেখো,
বিশালতা-নকশী আকা;
তাকে চল ভরাট করি
মনে-প্রাণে গল্প করে।
জীবণ করবো-
আদল-বদল,
তোমার আমার আলাপনে'