বাতাস সেধে এসেছিল পরী
নাউ-্যের পাল উরাইতে,
আমার ছোট্ট নাউ,
বল্লিলাম তারে-
আদুরি ঝড় বাইলা, হে ।


নাহি মিলাই বুঝি কুলের দারে,
ছারিয়া দাউ মোরে,
আমি দারে ফিরা বাছি গো;


খড়ের চাল-খানা ভাজ্ঞা জদি যাই,
পাআ-ন্তে ভেজা হইবে দাই।
হে বাতাস-পরী ,


নদীর কুল দাউ মোরে,
নয়তো ভাসাউ তেপান্তরে।
ও মায়ার-পরী তুমি সুখে রও,
নিজের মত বাইয়া যাও,
আমারে পাআ-ন্তে ভাসাউ।