শিশির ভেজা সেই ঘাসের,
পাতায় পাতায় তুমি বিনাজিবন্তী।
আমি স্পর্শ করতে পারিনি,
দুর থেকে শুদ্ধ ভেবেছিনু,
নিরবে শুধু চেয়ে থেকেছিলেম।


মাঝে মাঝে আমি নিস্তব্ধ,
বেশ চেয়ে থেকেছি,
আকাশের তারার মাঝে,
চেয়ে যেনো তাকেই দেখেছি!
কতইনা ছবি এঁকেছিলাম।


সে যেন রুপের সাগরপরী,
অথৈজল লোনা পানিবসন্ত।
তাহারে ভাবতে গেলেই,
অস্রু ঝরবে জানিয়া,
বিদায়গ্রহণে আমী।


সে কি অন্নকষ্ট গ্রহের মালিক?
না কোনাচে ফুলের রং?
কিভাবে এতটা কাছেপিঠে,
কেড়েছিল এই প্রান।