ডানাভাঙা মেঘনাদ আসিল বেরাইতে,
মোর কান্নাখেকো বাড়িতে,
তারাগুলো চাইনা মরুক সে,
তাই মেঘ আজ মোরগৃহে।
খেজুরপাতা বিছাই দিলাম,
আদরমাখা দুয়ারের মাটিয়ায় ।
একতুড়ি জাইগায় গাঘেঁসে বসবে !
কতককথা বলি তারে,
কতশোক তার ধারে,
আকাস তারে ভালবাসেনা,
আধাখেঁচড়া আধারে কাদাজল করে,
উপরাংশ কাঁদিয়ে মাটি খাওয়ায়,
নিজের জল তার,
তবুও তৃষান্ত তার পুরটা।
মোরগফুল মোর কাপচানো হৃদয়,
গল্পগুজবে মায়াপাশ ছড়ায়,
সুখ দাউ তারে,
সে ফিরে যাক তার দারে,
নইকূলে আমারে ভাসাইও,
সুখ দাউ তারে।