প্রথম দেখা প্রথমা ,,
তোমায় সেদিনের সাঁকোঈ,,
কধুলী বয়ে গেলো,,
পারাপার হয়ে গেল,,
শুধু এলনা সুন্দরতা।
পিঠে ব্যাগ ঝুলিয়ে,,,,
লম্বা কেশব দুলিয়ে দুলিয়ে।।।।
ভিতর বাহিরে খুঁজি,
আসবেনা সে আলতা পায়ে,,
ধাওয়য়ে আমার পাকপাখালী,,
মোর আন্ত্রিক গায়ে,,
যেথাই বসে সুখানী হাট,,
এক-পা দু-পা বারই তারে,,
সন্ধ্যাদীপ নিভাই দিওনা,
সব আধারে মেখে যাবে,,,
যার সইবার সইবে নিরবে,
শুধু তুমি চলে এসো,
হাত বাড়িয়ে হাত নিতে,,
আমার ভালবাসা পেতে,,,,,,,
স্বৃতি মাখা সাঁকোটি আজও পথচেয়ে,,,,,,