স্রাবণ মেঘের-জল দামে কেনা,
মোর ধ্যানিষ্ঠ ভালবাসা,
রাস্তার বাক দিয়ে ছোটা,
প্রেয় সাদ্ধের নাম খানা,
পুরুনো ডাইরির পৃষ্টা কথা,
তপ্ত বেলার ডানামেলা পাখি,
তখনই ঝরালো স্নানের বৃষ্টিপ্রেম।
যারে ঝলকে ঝলক চেয়েছিলেম,
পথে পথে হেটে নেয়েচিলাম জল,
মাখাই দেহটারে,
পাহিলাম তারে যারে চাহিলাম,
কবিতার অক্ষরে অক্ষরে,
মুঠিভরে মাটি তুলিয়া মিলিল বৃক্ষে,
অপেক্ষা পর সাধের ফল,
ভরদুপুরে থাকিব তাকি,
পাকিয়া গেলি আইসো পাখি,
মুখ ঠুকাইতে তাতে,
  ছিরিবনা তারে,
গোরালি চটায়ে,
  থাকো দুধেভাতে।