গড়িয়ে এসেছি তমলিকা,
সেই যশোর জংশন থেকে'
কয়েক স্টেশন গড়ানোর পর-
তোমায় দেখবো বলে।
বিকেলের সূর্য যখন দাফন হয়'
আমি ছুটে এসেছি'
জানালার পাশ-টাতে
তোমায় দেখবো বলে।
রাস্তার শির ধরে হাট্তাম;
মরিচের মত মন-টা নিয়ে'
লোকালয় ভিড়ে খুজেছি-
তোমায় দেখবো বলে।