যেদিন মরে যাবো সেদিন অ-নে-ক কাঁদবে তুমি,
কান্না-ভেজা সে-মুখ দেখতে পারবোনা শুধু আমি!
তোমার আগেই অনেক স্বজন শুনবে মরণ খবর,
কষ্টে সে-দিন সবার চোখে'ই বইবে দুঃখের নহর।


শেষ দেখাটা দেখে-ই ঢাকবে আমার নিথর দে-হ,
কতটা প্রিয় তোমার ও'মুখ জানবেনা আর কে-হ!
তোমার আগেই কেউবা দিবে বুজে চোখের পাতা,
সাধ থাকিলেও সেদিন তোমায় হবেনা আর দেখা!


কিভাবে হা-য় অনন্ত-কাল থাকবো সেই ক-ব-রে-
শেষ-দেখা না-দেখলে দুঃখ থাকবে এ-ই অন্তরে!
কাঁদবো সেদিন দেখবেনা কেউ-চক্ষু বুজে র-বো;
শুনবেনা কেউ আত্ম-চিৎকার-দুঃখ কারে ক'বো।


কখনও কেউ বুঝতে চায়নি আমার ভালোবাসা!
ঘো-র দুরত্ব সুখ থেকে যার-মিছেই সকল আশা!
অনেক আগে স্বপ্ন দেখার ইচ্ছে যত সব হারিয়ে-
শূন্য-কভু স্বজন ধারে লাভ খুঁজি'নি সুখ মাড়িয়ে।


বুকফাটা কোন কান্নার সু-র আসবে ভেসে কানে,
দেখতে-ছুঁতে পারবোনা তবে-ভাসবে হৃদয় বানে।
সেইদিনের স-ব ব্যথার পাহাড় থাকবে বুকে জমা,
করবোনা আর আবদার কভু-সেদিন করো ক্ষমা।