তোমাকে ভুলে থাকা! এজনমে আর হল কই।
পুড়া দুটি চোখের পাতায়-
তোমার মুখটি'ই-যে ভেসে উঠে বারবার।
সুখে কিংবা অপ্রত্যাশিত কোন কষ্টে,
হাসি কিংবা বেদনায় কাতর কোন বিষন্নতায়;
তোমাকেই মনে পড়ে প্রথম-
সত্যিই বলছি, আজও ব্যাকুল আগের মতই।
তুমি তো বেশ আছো-
ভুলে'ই গেছো আমাকে সাজিয়ে সুখের সংসার।
আজও আমি তোমাকে'ই ভাবি ক্ষণে ক্ষণে,
দু'চোখে সাজানো কতো স্বপ্ন,
হৃদয়ে তিল তিল করে গড়ে উঠা-
ভালবাসার তাজমহল'টি আজ শূন্য,
মরুভূমি'র মতো শুকনো খড়খড়ে তৃষ্ণার্ত;
কখনো কখনো কালবৈশাখী ঝড়ের মতো
আমার পৃথিবী ছেয়ে যায় অন্ধকারে...
কখনওবা অবহেলিত ভালবাসা
কষ্টের তীব্রতায়
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে যায়
আমার ভেতর
বাহির
নিজের হাতে গড়া
আমার ভালবাসার ভূবন...।


কি পেয়েছি তোমাকে ভালবেসে....?
দু'চোখে কষ্টের শ্রাবণ ধারা,
হৃদয়ের অসহ্য যন্ত্রণা,
অবহেলিত পৃথিবীপৃষ্ঠে,
সমাজের সামনে ব্যর্থ উম্মাদ পাগলের ট্যাগ...!
তবুও অতৃপ্ত মন'টা আমার
তোমার মাঝেই ফিরে ফিরে আসে,
তোমার'ই কথা বলে;
আজও বলতে চায় তোমাকেই ভালবাসি.....।।


১২ জানুয়ারি ২০১৬ইং