কারো মার পড়েছে পাতে
কেউ ফোন ধরেছে হাতে,
কারো মুখে জ্ঞানের বাণী
কেউ পড়ছে প্রেমের কাহিনী,
কারো মুখে নেতার ভাষণ
রাজাদের ঠিক চলছে শাসন,
তবে যাদের মার পড়েছে পাতে
তাদের কি এসে যায় তাতে ।।


কারো বা খুবই মৃত্যুভয়;
জীবন সংগ্রামে করবে জয়,
জীবন তো তাদেরও আছে
যাদের রাস্তার ধারে মরতে হয় !
কেউ দাড়িয়ে পাসবুক নিয়ে হাতে
টাকা ঢোকার অপেক্ষায় দিন রাতে,
কারো কাটছে দিন বেশ বাড়িতেই বসে
ব্যাংকে ঢুকছে যাদের প্রতি মাসে মাসে,
তবে যাদের মার পড়েছে পাতে
তাদের কি এসে যায় তাতে ।।


হিংসে নয় কাউকেই তবে আফসোস মাত্র
শুধু এক শ্রেণীর মানুষই অবহেলার পাত্র,
ইতিহাসের পাতাও তাদের যাবে ভুলে
যুদ্ধ জয়ের লড়াইতে তারাই ছিলো মূলে,
আসবে আবারও মন্ত্রী মশাই
টাকার থলি নিয়ে,
রাজার বোতামের দর কষবে
পাঁচশত টাকা দিয়ে,
বিবেক হেরে যাবে আবার দারিদ্রতার কাছে
কি করবে বলুন ক্ষুধার জ্বালাও তো আছে !
কারণ যাদের মার পড়েছে পাতে
তাদের কি এসে যায় তাতে ।।