শহীদ বেদিতে লিখিয়াছি,
তাহাদের নাম----
যারা দেশের জন্য দিয়েছে,প্রাণ।
যে ফাঁসির বেদিতে- শহীদ হলেন,
শহীদ ক্ষুদিরাম----
সেই বেদির আজ, হচ্ছে অপমান।।
দেশে ছেয়ে গেছে, মিথ্যাবাদীর নাম,
সেই মিথ্যাবাদীর গ্রাসে----আজ
সর্বসাধারণ।।
যাহাদের রক্তে রাঙা,
এই জাতীয় পতাকা।
সেই পতাকা নিয়ে---- আজ
করছে খেলা।।
শহীদ স্মরণে, আপন মরণে,
বলি দেশপ্রেমিকেরে---
তোমাদের এই বিন্দু বিন্দু রক্তের ঋণ,
পারব কি শোধাতে, তাহা কোনদিন।।
দেশে দেশান্তরে, ঘুরে ঘুরে----
যারা রক্ত দিয়ে, লিখিয়াছে----
এই স্বাধীন দেশের নাম।
তাহাদের জানাই, শতকোটি, সহস্র প্রণাম।।