তোমাকেই গ্রহণ করেছি অবিরত; হে অসহ্যতা!
  যদিও তোমার চরিত্রে মিশে আছে ক্রোধান্মত্ত বন্যতা।
স্বার্থপরতার খোলসে তুমি ঢেকেছো আমার উদারতা;
অপরিণামদর্শীতার পরিচয়ে তুমি লুকিয়েছ আমার মানবতা;
নশ্বর প্রাপ্তির লোভে পড়ে তুমি হারিয়েছ তোমার স্বকীয়তা;
   তবুও হে ভালোবাসা-
জেনো, তুমিই আমার রক্তের কণায় আলোড়িত স্বাধীনতা!
তোমার মাঝেই প্রবহমান আমার অসীম শূন্যতা
ভালো থেকো হে ভালোবাসার নীল অপরাজিতা!