আমি একবার হিমালয়ে গিয়েছিলাম।
যদিও আমার সেখানে যাবার কোন কথা ছিলনা!
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, অনেক রকম বিধি-নিষেধ মাড়িয়ে; মাঠ-ঘাট, বন-বাদাড়, উচুঁ-নিচু পথ পেরিয়ে ছুটতে ছুটতে ক্লান্ত আমি যখন হিমালয়ের সর্বোচ্চ চূড়ায়;
অবাক বিস্ময়ে দেখি আমার চারপাশের সময় আশ্চর্য কঠিন, শীতল, প্রাণহীন ঝকঝকে সাদা!
ঠিক আমার অফিসের মতো।