অসংখ্য চলন্ত চারচৌকো বাক্সের ভিতর
           আবদ্ধ আকণ্ঠ প্রতিদিন আমি;
সীমিত পরিসরে বন্দী  আমাদের নগর
        এইটুকুতে কোথায় আমার তুমি!
যে আমার তুমি উদার আকাশ
                  বিস্তৃত বেলাভূমি;
সে আমার তুমিই ছোট্ট ফ্ল্যাটে
                    ঢেউহীন ঊর্মি।
প্রতিশ্রুতি ছিল বাধনহারা দিন
            অসংখ্য কবিতার রাত;
প্রজাপতির সাথে উড়াউড়ি আর
                  সঙ্গী নির্ঘুম চাঁদ।
আজ মুখোমুখি দাঁড়িয়ে জীবন
       ভালোবাসা বাঁধা সময়ের তাঁরে।
তবুও অস্থির হৃদয় আমার
         অন্যরকম করে চায় তোমারে।