কবিতা হচ্ছে এমন একটা মাধ্যম যাতে খুব শৈল্পিকভাবে মনের আবেগ প্রকাশ করা যায়! যে কবিতা ভালোবাসে সে সব ভালোকেই ভালোবাসার ক্ষমতা রাখে। একেকজন একেক মাধ্যমে নিজের জীবনকে প্রতিফলিত হতে পছন্দ করে। কিন্তু কবিতা হচ্ছে এদের মধ্যে সবচে শক্তিশালী মাধ্যম। আমার মনে হয় কিছু মানুষ জন্মগত ভাবেই কবিতাপ্রেমী। এরা আবার আমার মতো, খারাপ কবিতা পড়লেই তাদের মেজাজ বিগড়ে যায়। তাই সবারই উচিত কবিতা প্রকাশের আগে কিছুটা হলেও সেটার মান নিয়ে একটু ভাবা। যদিও এটা ঠিক, প্রত্যেকেরই ব্যাক্তি স্বাধীনতা আছে নিজের লেখা প্রকাশ করবার। ভালো থাকবেন সবাই।