সত্যরা ফিরে আসে বার বার!
  ফিরে আসে অজস্র ঝর্ণাধারার মত;
  ফিরে আসে নীড়ফেরা পাখির মত;
  ফিরে আসে ঝলমলে রোদের মত;
দিব্য, প্রকাশ্য, স্পষ্ট, কঠিন সেই সব সত্যরা।
  যা তুমি ফেলে এসেছো সূদূর অতীতে;
  যা তুমি মুছে ফেলেছো জীবন হতে;
  যা তুমি ছুঁঁড়ে ফেলেছো একাকী পথে;
সেই সব সত্যরা; সেই সব সত্যরা......সেই সব সত্যরা!
  যারা আজ হানা দিয়েছে অজস্র পতঙ্গপালের মত;
                                       বুভুক্ষের মত;
  তারা খুবলে খাচ্ছে তোমার হৃদয়;
  মস্তিষ্ক থেকে কেড়ে নিচ্ছে তোমার বর্তমান;
  বাস্তবতা থেকে সরিয়ে দিচ্ছে তোমার মনস্তাত্ত্বিকতা;
নিয়ত সত্যের এইসব সম সাময়িক কার্যক্রমের প্রেক্ষিতে.........
  তুমি নিজেকে উপলব্ধি করো আত্মার ভিতর;
  তুমি কর্মকে মহৎ করো সততা হয়ে;
  তুমি হৃদয়কে উজ্জ্বল করো সমর্পিত হয়ে;


তুমি জিতবেই;
সত্যরা বার বার ফিরে আসবে স্বপ্ন হয়ে!