মানুষের মাঝে বিখ্যাত হতে গিয়ে,
কেরোসিন ঢেলে দাও টাটকা ঘিয়ে।
মিথ্যা বুলি আওড়াও উচ্চ স্বরে,
অপবাদ দাও পবিত্র ফুলের পরে।


যাদের কারণে পৃথিবীতে নৈতিকতা
তাদের আদর্শে খুঁজে পাও প্রগলভতা!
ভিত্তিহীন ভাবনা ভেবে কাটাও সময়,
স্পষ্ট মিথ্যাচারে লাগে না কোনো ভয়।


শক্ত করে তোমায় বন্ধু ভূত ধরেছে,
বড় হবার উচ্চাকাংক্ষা গ্রাস করেছে।
বড় হতে গিয়ে তুমি যে ছোট হয়ে যাও
সেই কথা ভুলেও কি কভু টের পাও?