ঐ যে বুড়ো লোকটিকে দেখছো,
যার গাল, মুখ, চোখ গর্তে চলে গেছে,
তার কাছে তোমরা ঋণী।
সারা বছর সে মেঘে ভিজে রোদে পুড়ে
সোনার ফসল ফলায়,
যার উপর ভিত্তি করে তোমাদের এই নানা আয়োজন।


ঐ যে ভাইটিকে দেখছো,
যে হরেক রকম সবজি নিয়ে দাঁড়িয়ে আছে,
তার কাছেও আছো ঋণী।
সারাটি বছর এই ভাইটি রাতের ঘুম বিসর্জন দিয়ে
মধ্যরাতে কাওরান বাজারে হাজির হয়,
তারপর গায়ের শক্তি খরচ করে
তোমাদের এলাকায় সবজি নিয়ে আসে।


ঐ যে দুর্বল কৃশকায় খালাটিকে দেখছো না?
তার কাছেও তোমরা ঋণী।
তোমরা যে হরেক রকমের মজাদার খাবার খাও,
সেগুলো তার হাতেই রান্না হয়।


এভাবেই প্রতিটি সাধারণ মানুষ
তোমাদেরকে রকমারি সেবা দিয়ে থাকে
যেগুলো না হলে পৃথিবীতে
তোমাদের ধ্বংস অনিবার্য ছিল।
দোহাই পরম করুণাময়ের, এদেরকে কষ্ট দিয়ো না,
এদের ভুলগুলোকে বড় করে দেখো না।
অন্যথায় অমার্জনীয় অকৃতজ্ঞার দণ্ডে
দণ্ডিত হবে তোমরা।