আমিও একদিন বধির হয়ে যাব,
আমিও একদিন হয়ে যাব অন্ধ,
আমিও একদিন নির্বিকার হব,
বন্ধ হবে হৃদয়ের প্রতিটি রন্ধ্র।


আজ কত সাধু চিন্তা
মস্তিস্কে খেলা করে-
আকাশের মতো বিশাল হব,
বৃষ্টির মতো ব্যাপক হব,
খোলা প্রান্তরের মতো সমতল হব,
অথবা একটি ছায়াদার বটবৃক্ষ হব
যেখানে ক্লান্ত পথিকেরা এসে বসবে,
নিবে স্বস্তির নিঃশ্বাস।


আজ মৃত্যুপুরীর অধিবাসী বলে
অনুভব করি ব্যথিতের বেদন,
চোখে দেখি কানে শুনি সদা
অনাহারীর ভারী অথচ নীরব ক্রন্দন।
সহসা ভেবে উঠি, উপরের বাবুগণ
এতো বধির কেন!
এতো অন্ধ কেন!
মানুষের যাতনায় এতো নির্বিকার কেন!


আজ মুকুটবিহীন বলে,
এই সব ভাবনা মনে কিলবিল করে।
কিন্তু যে দিন মুকুট পাব,
ঐশ্বর্য হবে ভূরি ভূরি,
সে দিন হয়তো আমিও বধির হয়ে যাব;
ক্ষুধিতের কান্না ঠেকবে না
আমার কর্ণ কুঠরে।
হয়তো আমিও অন্ধ হয়ে যাব,
দেখব না অসহায়ের নিদারুণ যন্ত্রণা।
হয়তো আমিও নির্বিকার হব,
আহাজারী-রোনাজারী কিছুই
টলাতে পারবে না আমার হৃদয়।