চারিদিকে চেয়ে দেখো পুলকের বন্যা গো
পুলকের বন্যা,
পৃথিবীতে নেমে এলো রূপরাণী কন্যা গো
রূপরাণী কন্যা।
যতবার আঁখি মেলি পুলকিত হই গো
পুলকিত হই,
মনের কথা তোমাকে বলে যাই, সই গো
বলে যাই, সই।


চেয়ে দেখো ফুলবাগে নব নব ফুল গো
নব নব ফুল,
ঘ্রাণে করে মউ মউ ধরনীর কূল গো
ধরনীর কূল।
ভ্রমরের ছোটাছুটি এ রূপের প্রাণ গো,
এ রূপের প্রাণ,
পৃথিবীটা যেন এক বেহেস্তি বাগান গো
বেহেস্তি বাগান।


সারা সনে প্রকৃতির ভিন ভিন রূপ গো
ভিন ভিন রূপ,
আঁখি মেলে দেখে তবু কেন থাকো চুপ গো
কেন থাকো চুপ!
পুলকেতে মাতোয়ারা হও তুমি হও গো
হও তুমি হও,
পৃথিবীতে তুমি কভু ফেলনা যে নও গো
ফেলনা যে নও।