আগামী দিনগুলোতে
মানব সভ্যতার সংকট খুব প্রকট হবে
খেয়ালি মনের সিদ্ধান্তে চলবে সমস্ত আয়োজন
সেথায় বিবেক হবে খুব নিঃসংগ অসহায়।
সেই সংকটের কেন্দ্র বিন্দুতে থাকবে ইগো
যার কারণে যুক্তিসংগত বক্তব্য মেনে নিবে না
হাজার হাজার মানুষ।


সেদিন মানুষের অক্ষরজ্ঞান শূন্য হবে না।
খুব বড় বড় ডিগ্রিধারী হবে মানুষগুলো
কিন্তু নৈতিকতা থাকবে শূন্যের কাছাকাছি।
সে সময় শিক্ষায় নৈতিকতার দরস হবে লৌকিক
না শিক্ষকের মধ্যে নৈতিকতা থাকবে,
না ছাত্রের মধ্যে।
সামাজিক অবক্ষয় সেদিন তুঙ্গে উঠবে
আর মনুষত্বের পড়বে নিদারুণ হাহাকার।


নীতি নির্ধারকেরা সেদিনও গতানুগতিক বিষয়ে
মাথা ঘামাবে।
অবকাঠামোগত  উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে
সাফল্যের শীর্ষস্থানীয় সূচক।


মানুষের ব্যক্তিগত জীবন হবে পঙ্কিল,
আরাম আয়েশের আসবাবে থাকবে প্রাচুর্য
বাহ্যিক দৃষ্টিতে বন্ধু-বান্ধব থাকবে অনেক
কিন্তু ভিতরগত শত্রুতার কারণে
একে অপর থেকে ভীত থাকবে সেইদিন
মানুষ প্রবেশ করবে এক ভয়ংকর গোলক ধাঁধায়
যা থেকে বেরিয়ে আসা হবে ভয়ানক  কঠিন।