এ শহরটা আমার না / সাহেদ আহমেদ


দরজায় সকালটা হামাগুড়ি দেয়
পত্রিকা বিক্রেতার ডাকে।
ছাপার অক্ষরগুলো অশ্রু বার্তা ঝরায়
ফ্রে‌মেবাঁধা চশমাটার কাঁচে।


পিচঢালা পথের আঁধারে
ইটগুলো হারিয়ে গেছে অনেক দিন আগে।
নগরটা বদলে যাচ্ছে নিত্যনতুন বাতাসে
এ'শহরটা আমার ভাবতে বড়ই কষ্ট লাগে।


রাতের আচরণে শহরটা লজ্জিত
নির্লজ্জ সোডিয়াম বাতির চোখে।
বস্ত্রহীন সত্যিটা চৌরাস্তায় কলঙ্কিত
শোকের ব্যাথাটা যার কেবল সেই বুঝে?


নগরটা অদ্ভুত এক নেশায় মেতেছে
দরিদ্রের ঘরে ক্ষুধা, তৃষ্ণা ধনীর বুকে।
আবেগের পথে মশাল জ্বেলেছে
লাগাম বেঁধেছে বিবেকের মুখে।


দেশটা আজ ভীষণ অসুস্থ
হাসপাতালের সন্ধানে ট্রেনটা কমলাপুরে।
কাঠগড়ায় চলছে ভূতের কথার গুরুত্ব
বৃথাই খোকার অনশন সৎমায়ের উঠানে।

মানুষ আজ মানুষের মাংসের ক্ষুধার্ত
রক্তের তৃষ্ণার্ত এ শহরটা আমার না।
প্রতিজ্ঞাবদ্ধ যদি হই দ্বিতীয় সুযোগ প্রাপ্ত
কাক হবো অন্তত মানুষ হয়ে আর না।


শুক্রবার দুপুর ০২:০৫ মিনিট
১৩ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ,
২০ শাবান ১৪৪০ হিজরী,
২৬ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ,
শাহবাগ ঢাকা বাংলাদেশ।