অন্ধকার / সাহেদ আহমেদ


পূর্বদিকের অন্ধকার মুখোমুখি দাঁড়িয়ে
এখন আমার গোটা রাত গিলে খায়,
অদ্ভুত এক ক্ষমতার নেশায় হারিয়ে
প্রাপ্তির তৃষ্ণায় ব্যক্তিগত একটি সময় চায়।


অভিমানের এ অত্যাধুনিক শহরে,
নব্বই দশকের একটা লোডশেডিং
নিঃশ্বাসের মতো আজ ভীষণ প্রয়োজন।
প্রযুক্তির আলোহীন এক রাতের নগরে
নিখোঁজ চোখে দেখবে হারানো দিন,
খুব জরুরী এমন একটি আয়োজন।


ভালোবাসার লোডশেডিং কেড়ে নিয়েছে
অনেকগুলো জোৎস্না মাখা রাত,
অভিমানের প্রাচীর শূন্যস্থান পূর্ণ করেছে
অগোছালো ঘর বিষাদ দীঘল খাট।


অনিদ্রা চোখের জানালায় উঁকি দিচ্ছে
পৃথিবীর সমস্ত আবেগ উতলে উঠেছে,
মধ্যরাতে ভুল দরজায় স্মৃতি টোকা দিচ্ছে
বলছে উঠানে জোৎস্নার মেলা বসেছে।


পূর্বের ঝরা পাতাগুলো ভান ধরেছে
বেওয়ারিশ লাশের মতো পড়ে ঘুমাচ্ছে।
সদ্যঝরা পাতাগুলো নালিশ করছে,
মুতি দারোয়ানের মতো দাঁড়িয়ে-দাঁড়িয়ে
উত্তরের আমগাছটা ঝিমাচ্ছে।


জোনাকিরা এসেছে অন্ধকার কুড়াতে
এ রিক্ত আমি আর আমার মাঝে নেই,
কতবার যে অনিলাকে নীল শাড়িতে
কল্পনা করেছি তাও ঠিক মনে নেই।


বুকের ব্যাথাটা দিন-দিন বেড়েই চলেছে
সময় বুঝি ফুরিয়ে এলো এই ঠিকানায়,
জীবনটা রোজ শতাধিকবার ছুটি চাইছে
পৃথিবীটা আজ খুব ছোট ক্লান্ত বিছানায়।


শনিবার রাত ১২:১১ মিনিট
১৩ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ
২৮ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ
সড়ক জনপদ স্টাফ কোয়ার্টার
আগানগর কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ।