মৃত্যুর আহ্বান / সাহেদ আহমেদ


রাত জেগে চিরকুট পাঠানোর মুঠোফোনে
ভালোবাসার সংযোগ বিচ্ছিন্ন দীর্ঘদিন।
শীতের প্রভাতে কুয়াশা মাখা উদ্যানে
চাদর পরিয়ে দেবার চুকে গেছে শত ঋণ।


সেদিন ফুলগুলো চড়াদামে বিক্রি দেখে
রৌদ্রের প্রলয় রাজু ভাস্কর্য অস্থির ছিল,
অনিলার গায়ে নীল শাড়ি দেখে
গোটা টিএসসিটা হতভম্ব হয়েছিল।


সুমি আর আকলিমা ঈর্ষায় জ্বলছিল,
সাত্তার মিঞা জমিনে চা ঢেলে দিয়েছিল,
সঞ্জীব'দা সিগারেট উল্টো পুড়িয়ে ছিল,
আর অভি'দা একদৃষ্টিতে তাকিয়েই ছিল।


ঝলসানো সমস্ত দৃষ্টির প্রাচীর ভেঙে,
সেদিন অনিলার ঠোঁটে দু'তলা বাড়ি
আর বাবার পছন্দের শিল্পপতির গল্প ছিল।
ঢের মনে আছে সেদিন পহেলা ফাল্গুন ছিল।


সেদিন মর্মাহত মনের ক্যাম্পাসে
বিষাদের মিছিলে সাম্যবাদী স্লোগান,
একটি কবিতায় জীবনের ক্যানভাসে
কবি করেছিল মৃত্যুকে আহ্বান।


স্বার্থের নাট্যশালায় প্রেম বলে কিছু নাই,
ফাল্গুনের শহরে বসন্ত পোড়া গন্ধ পাই।
হে প্রভু স্বর্গ নরক তোমার ইচ্ছে
তার সুখের বদলে আমি শুধু মৃত্যু চাই।


বৃহস্পতিবার রাত ০৮:৪২ মিনিট
২৫ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ
১০ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ
ইসমাইলের চায়ের দোকান,
ইমাম বাড়ি সড়ক আগানগর কাঠুরিয়া,
কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ।