প্রিয় অপেক্ষা / সাহেদ আহমেদ


পুকুর ঘাটে রাতের অপেক্ষা
মাঝপুকুরে চাঁদ নৃত্য করে ক্লান্ত,
জানালায় উঁকি দিয়ে ব্যর্থ জোনাকিপোকা
দরজায় করা নেড়ে ফিরে গেছে বসন্ত।


তবুও উঠানে রোজ জোৎস্নার মেলা বসে,
বাতাসের নাগরদোলায় জোনাক দোলে,
অন্ধকার অপেক্ষার কাব্য লিখে
পাঁচ টাকার মোমবাতির মতো
রাত ফুরিয়ে ভোর হয়।


যেমন করে আমি অপেক্ষা করি
তুমি এসে বলবে 'এই শুনছো?'


রবিবার রাত ১০:০০ মিঃ
৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ
১৩ জুন ২০২১ খ্রিস্টাব্দ
৩ নাম্বার প্লাটফর্ম
কমলাপুর রেলস্টেশন ঢাকা বাংলাদেশ।