সত্য বারবার বলতে নেই
    সাহেদ আহমেদ


আমি মিথ্যে বলছি।


আবেগের তুচ্ছ আকাশে
এখন আর কারো প্রচ্ছদ আঁকি না,
দৃষ্টির বেলকোনিতে গোধূলির অস্ত দৃশ্য
কারো প্রত্যাশায় অপেক্ষায় থাকিনা।


স্বার্থের এ প্রজন্মে আমি এক শ্রেষ্ঠ সুখী
অতীতের ছিটেফোঁটাও মনে পড়ে না,
শহরের চাকচিক্য সড়কে চোখ'দুটো
তৃপ্তির বাসনায় কাউকে খুঁজেনা ।


বিধ্বস্ত নিদ্রায় স্বপ্ন দেখে
বিষাদের চুড়ায় অশ্রু ঝরেনা,
ধূলো জমা ডায়েরীর বারান্দায়
আজ আর অনুরাগের কাব্য লিখিনা।


উঠানের আম গাছটিও
এখন আর একাকীত্বে সঙ্গ দেয়না,
পত্রের প্লাটফর্মে সত্য অনবরত-  
মিথ্যার স্টেশনের কুলি,তাই পত্র লিখিনা।


চিতার আগুনে চিত্ত পুড়িয়ে
সত্য বারবার বলতে নেই,
অট্টহাসির বাষ্পের কুয়াশায়
দুটোই অবহেলিত,প্রেম আর ঘৃণা!


কাঁদার জন্য শব্দগুলো আজ
ঠোঁটের ডগার অনুকূলের বাইরে-
চাইলেই চিৎকার করা যায় না,
দীর্ঘশ্বাস ধিক্কারে করে তিরস্কার
নশ্বর জীবনের অসহ্য কষ্ট-
ঈশ্বর বিনে কেউ জানেনা।


হ্যাঁ,আমি মিথ্যে বলছি।


মিথ্যেগুলো বলতেই এখন-
ফুপিয়ে কান্না আসে,কেউ জানেনা।
সত্যগুলো আজ কেবলই অজুহাত,
প্রত্যাশার কাঠগড়ায় মূল্য পায় না।


শুক্রবার রাত ০৪:১৫ মিঃ
১০,ই অগ্রহায়ন ১৪২৪ বঙ্গাব্দ,
২৪,সে নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ,
(অলস ঘরের মূল্যহীন বারান্দা)
আগা-নগর,ইমাম বাড়ির রোড,
কেরানীগঞ্জ ঢাকা,বাংলাদেশ।