কোথায় গেল সেই সোনালি দিনগুলো
যখন খুব সহযে বন্ধুত্ব হতো,
খুব সহযে মনের সাথে মন মিলে যেত,
কোথায় গেল সেইসব মেলামেশা,
ক্লাস বাঙ্ক করে পুকুরপাড়ে বসে থাকা,
খুব সহযে অট্টহাসিতে ফেটে পড়া,
খুব সহযে মনের কথাগুলো বলে ফেলা,
খুব সহযে ভুল স্বীকার করা,
খুব সহযে দৌড়াদৌড়ি করা,
একজন আরেকজনকে বিভিন্ন
নামে ডাকাডাকি করা,
একজনের অশ্রু আরেকজন মুছে দেওয়া,
কোথায় পাব অমন করে আত্মার বন্ধন,
কোথায় পাব আবারো তেমন বন্ধুত্ব?
এখন সেই সময় আর নেই,
ভীড়েও একদম একলা,
যারা থাকে তারাও মৌমাছি,
তাদের সাথে মনের কথা বলা যায় না,
মন খুলে হাসা যায় না,
বিবাদ ঝগড়া খুনসুটি করে
রাগারাগি করা যায় না,
খুব কি বড় হয়ে গেছি?
একদম ফর্মাল হয়ে গেছি আর
সবকিছুতে চাপিয়ে দেই আমরা
আদর্শ ফর্মান গিরি?
খুব কি জ্ঞানী হয়ে গেছি আমরা
সম্পর্কের টানাপোড়নে ম্যাকানিজম খুঁজি,
অন্ধকার যুগেই সবচেয়ে বেশি আলো থাকে,
বর্ষাস্নাত দিনেই ব্যঙেরা ডাকে,
কাঁচা কাঠে ঘুন ধরে বেশি,
অল্প সময়ের বিশ্বাসে চিড় ধরে খুব তাড়াতাড়ি,
বন্ধুত্ব নামের এমন সুতোয় প্রতিবার ভুল মালা গাথি,এবার ভেবে নিয়েছি আর করব না
সম্পর্ক তৈরিতে হুড়োহুড়ি,
বিশ্বাসের বড় মুল্য অনেকবার
অনেকভাবে চুকিয়েছি,
কলাপাতার নৌকোতে পদ্মা পাড়ি দিব
এমন দিবাস্বপ্ন দেখেছি।