আমার দহনে তুমি পুড়ে কেন হচ্ছো মগ্ন,
কেন বারবার দ্বিধায় ভুগছ?
কেনইবা উষ্ণতা বাড়াচ্ছ?
কেনইবা থার্মোমিটার এর কাঁটা কাঁপাচ্ছ,
আমার প্রজ্জ্বলিত আগুনে হবে তুমি ভস্ম,
বালক প্রস্তুত থেক তুমি হতে চলেছ মরুর ভাস্বর।
কিছুই হলো না,কিছুই হলো,
আলো আধারির খেলা হলো শুধু,
তুমি আমার পানে চেয়ে রইলা,
আমি তোমার দিকে,ঠোঁঠ এগিয়ে দিলাম,তুমি দ্বিধায় করলে না চুম্বন, আমি পশ্চাদপদ হয়ে গেলাম, তুমি স্ট্যাচু বনে গেলা,
এবার আমার পিছু পিছু ছুটলা,
কিন্তু উদ্দাম আমি ততক্ষনে পেয়ে গেছি উন্মাদনার নতুন ভোর,
সে ভোরের আগের রজনীতে তার ঠোঁটের রক্তিম আভায় নতুন ভোরের রজ:ভঙ্গের মিশেল,
তুমি আর পেলে না, আর রক্ষে হলো না মিনতির,
আমি রয়ে গেলাম অধরাই,
সাধনটুকু চর্চা করেই বিমোহিত হয়ে রইলাম তোমার গুনে আরাধ্য
দ্যোতনায় খুঁজি মন্বন্তর,
আজব খেলায় মত্ত সবাই পরাধীনতার দৌড়।