রবীন্দ্রনাথ আজি
                 -নন্দন ভট্টাচার্য


শতবর্ষ গিয়েছে পেরিয়ে,
স্পষ্ট হয়েছে রুচিশীলের বলিরেখা,
হাজার বছরের ঐতিহ্য আজ মলিন,
স্মৃতির পাতায় হারিয়ে যাচ্ছ,ধীরে অতি ধীরে তুমি আমাদের রবীন্দ্রনাথ।


বাঙালি আজ আধুনিক হয়েছে,
শিখেছে নতুন সভ্যতা, হয়ে উঠেছে বিশ্ব নাগরিক।
বনেদিয়ানা আজ বাতুলতা,শিক্ষিতের সংজ্ঞা গিয়েছে বদলে,            
তুমি রয়েছ সর্বত্র,দেয়ালে,টেবিলে, পত্রিকায়,সঙ্গীতে, নৃত্যে,
কিন্তু আছো কি আমাদের মননে?


যারা আজ গাইছে তোমার গান,নাচছে তোমার ছন্দে,
তারা কি জানে তোমার স্বরূপ,তোমার পরিচয়?
বিকৃত রুচি রেহাই দেয়নি তোমায় ও, আধুনিকতার ছোঁয়ায় বদলে গিয়েছে তোমার গানের চিরচেনা সুর,চিরপরিচিত ধ্রুপদী নাচের ছন্দ।
  
আমরা যারা উপড়ে ফেলা গাছের মতো চেষ্টা করছি তোমার আদর্শের শেকড়কে ধরে রাখার তারা আজ প্রাচীন,যুগের অনুপযোগী, নতুন দুনিয়ায় আমরা আজ হাস্যরসের বস্তু।


কিন্তু মনে আছে বিশ্বাস,
তুমি চির নবীন-চির নতুন তোমার আদর্শ,
হারিয়ে যেতে যেতে ও খুঁজে নেবে আপন পথ,
দেখাবে দিশা নবজাগরণের।
আমরা যেন রাখতে পারি এই মহাযজ্ঞে আপন অবদান,
তোমার কাছে চাই আজ এই আশীর্বাদ।
  
[এটা সম্পূর্ণ ভাবে আমার নিজস্ব মতামত। এর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়,কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।]