মৃত্যু সীমান্ত পেরিয়ে
                 - নন্দন ভট্টাচার্য


মৃত্যু সীমান্ত পেরিয়ে,
অলীক এক চরাচরে জেগে আছো তুমি,
পাণ্ডুর স্মৃতিতে তোমার ক্ষয়িষ্ণু ধূসর ছায়া ঘিরে আছে আমায়,
তবু বিস্মৃত স্বপ্নের ভিড়ে আজো তুমি সত্যি।


নিস্তব্ধ মহীরুহ নিরাপদ পাড়া অজান্তে ঘিরে ছিলো আমায়,
শীতের দিনে কোনো এক অদৃশ্য আগুনের উষ্ণতা পেয়েছিলাম আমি,হয়তো অগোচরে।


প্রলয়ের আদিম তাণ্ডব যেমন ভেঙে দেয় ছোট্ট পাখির স্বপ্নের বাসা,
তেমনই বিধাতা আঘাত করে পরম সুখের আশ্রয়,
লৌকিক সুখ-দুঃখের জীবনে হয়তো  অচেনাই রয়ে যায় কোনো উজ্জ্বল ধ্রুবতারা।


উজ্জ্বলতা কমে বাড়ে,
লৌকিক জীবনের লৌকিকতর অভ্যাস তোমায় নিয়ে যায় দিগন্তের কোনো দূর সীমানায়,
যেখানে পাখিরা গান গায়না, সত্য তার ক্রুর রূপে চিরস্থায়ী হয়,
তবু কখনো রাতের অন্ধকারে দূরে জ্বলে ওঠে ছোট্ট আলোক বিন্দু।