কালপুরুষ
         -নন্দন ভট্টাচার্য


আমি সেই প্রলয়ের ধ্বনি,
মূল্যবোধের মৃত্যু যন্ত্রণা আমি,
তারার ভিড়ে হারিয়ে যাওয়া মনুষ্যত্বের মতো,
আমিই আপোষের চাকায় পিষে যাওয়া প্রতিবাদের ক্ষত।


কষ্টের প্রতিটি বিন্দু, মানুষের প্রতিটি নগ্নতা থেকে জন্মেছি আমি,
চাপা ঘাসের মতো বিবর্ণ মনের ক্ষীণ আশা জন্ম দেয় আমায়,
নিভে যাওয়া অগ্নিশিখা জ্বলে ওঠে আবার,
রূপকথার পাখিরা নবমুক্তির আনন্দে উড়ে যায় দূরদেশে।


ইট-পাথরের শহরে বিপ্লব আজ ক্ষণস্থায়ী,
জীবনস্রোতে আজ কেবলই খড়কুটোর মতো ভেসে যায় প্রতিবাদ,
কিন্তু নরকযন্ত্রনা মতো অনুভূতি বারবার ফিরিয়ে আনে আমাদের,
মুক্তিকামী মানুষের মনে আকুতির বীজ হয়ে ফুটে উঠি আমরা।


এবার এসেছে সময়,চিরমুক্তি ডাকছে হাতছানি দিয়ে,
জমে থাকা ক্ষোভ উগরে উঠুক বিদগ্ধ বুক থেকে।
আপোষের কাছে,কাছে অবিচারের আমি পাতালের হাত,
ফিরে আসি হয়ে বাঁচাতে তোমায় রক্তবীজের জাত।