সভ্যতা
      -নন্দন ভট্টাচার্য


সভ্যতা শুধু শিখিয়েছে মোরে হয়ে যেতে বোবা আজ,
স্বার্থ ছাড়া যে করতে পারিনা আমরা ক্ষুদ্র কাজ।
অন্যায় হয়, হয় অবিচার তবু ও আমরা চুপ,
হাতে নিয়ে ঘুরি মোমবাতি শুধু  কিংবা জ্বালাই ধুপ।


শিক্ষা পেয়েছি মানুষ হয়েছি তবু ও বুঝিনি আজ,
ছুটে যেতে হবে আর্তের দ্বারে ফেলে যত আছে কাজ।
মানুষ হয়েও মানুষ তো নই আমরা যে জানোয়ার,
প্রস্তর দিয়ে গড়া এই মন সংশয় নেই আর।


দুঃখি ডাকলে আমরা ভাবি যে  গিয়ে নেই কোনো কাজ,
তার চেয়ে বরং বক্তৃতা দেই অর্থ আসবে আজ।
স্বার্থের টানে সেই আমরাই ছুটে যাই বহুদূর,
সাহায্য করি করে অন্তর, বধির কিংবা মুক।


ভেবে দেখো আজ তুমি ও কোথাও আছো ঠিকই সেই দলে,
গুটিয়ে রেখেছো কেবলই নিজেকে সাধারণ হবার ছলে,
কিন্তু জগতে যখনই কোথাও হয়েছে প্রতিবাদ,
সাধারণ সদা গর্জে উঠেছে হয়ে নিজে বরবাদ।


সময় কবেই বদলে গিয়েছে বদলাতে হবে নিজে,
নাহলে বলো লাভ কিবা আছে দুদিন বালিশ ভিজে,
অন্যায় হলে প্রতিবাদ করো থেকোনা কখনো চুপ,
নাহলে স্বার্থ নিজেই খুঁড়বে নিজের মৃত্যুকূপ।