মুখোশ
       - নন্দন ভট্টাচার্য


মুখোশ কবেই ঢেকেছে মুখ,
বুঝতে পারোনি আজো,
মিথ্যে গোলকধাঁধায় পরে,
মিথ্যে হয়েই বাঁচো।


তুমিতো কবেই হারিয়ে গিয়েছো,
মিশে গেছো তুমি অতল গভীরে,
আজ যে আছে সে তুমি কভু নও,
ছায়া হয়ে আছো নিজেরই শরীরে।


তাল তুমি রোজই মিলিয়ে গিয়েছো,
জনস্রোতের সাথে,
তোমার মাঝের বন্দী তুমি,
নীরবে শুধুই কাঁদে।
হাজার লোকের একজন তুমি,
গর্বে ফোলাও বুক,
তোমার তুমিকে আঘাত করে,
পাও মিথ্যে সুখ।


সাদা মুখোশ,কালো মুখোশ মুখকে দিয়েছে ঢেকে,
তোমার স্বত্তা তুমি না জাগালে
লাভ নেই বৃথা ডেকে।


সতন্ত্র সেই পরিচয় আজ খুঁজে নাও এই ভিড়ে,
নিয়ে যাবে যেনো সেই তোমাকে সপ্নের মন্দিরে।
অন্যের ছাঁচে গড়া এ কাঠামো রবেনা যে চিরকাল,
তাসের ঘরের মতো ভেঙে যাবে আজ নয়তো কাল।


তুমি মানে সদা শুধুই তুমি,একথা যেওনা ভুলে,
মুখোশ কখনো ফিরতে দেবে না,
সত্য সুখের কুলে।
সময় এখনো যায়নি পেরিয়ে ধরো আজ নিজে হাল,
নাহলে কাল যে তোমার স্থানে রয়ে যাবে কঙ্কাল।