কি হবে কথা রেখে?
                  -নন্দন ভট্টাচার্য


স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া আমার হাত ধরেও যখন ধরা যায়নি,
দিগন্তের সীমানায় একা দাঁড়িয়ে ছিলাম যখন তোমার অপেক্ষায়,
শীতের শেষে বসন্ত হয়ে এসে ও যখন ফুল হয়ে ঝরা যায়নি,


তখন কি হবে কথা রেখে?


ফিরতে চাইনি আমি অন্ধকারে,
বাঁচার আকাঙ্খা নিয়ে আকড়ে ধরেছিলাম তোমায়, কিন্তু তাও যখন আমাকে ফেলে গেলে তুমি গহীন অন্ধকারে,


তখন কি হবে কথা রেখে?


জীবন বদলে যায়,বদলে যাওয়াই নিয়ম,
নব অঙ্কুরিত পাতায় ভরে যায় ঝড়ের পরের পৃথিবী।
নতুন বাসা খুঁজে নেয় পাখি,
তেমনি যেমন উঠেছি আজ সকল বাঁধা পেরিয়ে,
হতাশার কালো মেঘ যখন কাটিয়ে উঠেছি আজ একা,


তখন কি হবে কথা রেখে?


বিশ্বাস করো,আমি ছেড়ে যেতে চাইনা তোমায় অতল সমুদ্র মাঝে,
বিষাদের কালো মেঘ তোমার মাথায় আসুক চাই না আমি,
তাই কি প্রয়োজন এ মিথ্যে প্রতিশ্রুতির,
কি প্রয়োজন সমুদ্রতটে বালিঘর নির্মাণের যা ভেঙে যাবে অতি সহজেই।


স্নিগ্ধ সাগরের পাড়ে যখন একসাথে হাঁটা হবে না,
দেখা যাবেনা যখন রাতের আকাশের তারা,
তখন কি হবে কথা রেখে?