অনাকাঙ্ক্ষিত ঘটনায়-ভালবাসা কাঁদে


সত্যকে কোনভাবেই আড়াল করা যায় না
তাই তো সত্যের অনুসন্ধানে আমরা ফেরারী,
যাযাবর মন যেখানেই থাক, বোঝেনা সে বোঝেনা
পৃথিবীটা-একেবারেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ।
স্বশরীরে দেখা নাই বা দিলে- অবুঝ মন
সাত সমুদ্র তেরো নদী সাঁতরিয়ে তোমাকে দেখে,
রক্ত সে মানে না কোন বারণ,যত‌ই করি শাসন।
আ‌ইন , কানুন দিয়ে ধর্মের ফতোয়া দিয়ে
রুখতে পারেনা বন্ধ দুয়ার, লোহার খাঁচায়,
দাফাতে থাকে মন পাখি, রেখেছে শিকল পড়ে
ভেঙে ফেল, খুলে ফেল, বেড়িয়ে পর মুক্ত বাতায়নে,
গা ঝাপটা দে, উড়ে যা আপন ঠিকানায়।
পথহারা পথিক সে তো হারিয়ে ফেলেছে
বনবাসে বাস করে, আপন গৃহালয়ে পরবাসী,
আবারও প্রত্যাবর্তন এই ধূলি কণায়
যেখানে ছোট্ট বেলার খেলার সাথী
মার্বেল,ডাংগুলি আর ঘুড়ি উড়ায়।
তাকিয়ে থাকে আকাশ পানে ভলকা ঘুড়ি
উড়তে উড়তে মিশে যা উধর্ব আকাশ
পেছনে পড়ে থাকে সুতা আর লাটাই।


২৫/১১/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড