১.চিত্তকে বিত্ত বানিয়ে
জৌলুশে জীবন ভাসিয়ে দেওয়ার  
অভিপ্রেত কখনোই থাকে না।
তবে সরলতার বিশ্বাসে ঠকেছি বহুবার,
তাহলে যারা ঠকালো
তারা কি মানুষ, না অমানুষ???


২. মানুষকে মানুষ ভাবা
আর মানুষকে অমানুষ ভাবা
এ দুটোই মানুষ এর কাজ
আমরা মানুষ হ‌ই
এই জগত সংসারে
ভালো মানুষের বড়ই অভাব।


৩. ফুল ফুটলে ঝরে যাবে
সব ফুলেই ফল হবে
এমন কোন কথা নেই
তবে ফুল থেকে ফল
হওয়ার জন্য অবিরাম
প্রচেষ্টা চালাতেই হবে।


৪.  হে মানব সন্তান - আজব প্রাণী
মানুষের মধ্যেই মানুষের জন্ম
প্রাণীর মধ্যে প্রাণী
কিভাবে সৃষ্টির রহস্য চলে
পৃথিবীতে কেউ না আমরা জানি।


১৮/০৬/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড