অনু কথামালা -৪৭


১.সময়ের সাথে সাথে বদলে যায় মন
  বদলে যায় চাওয়া পাওয়া
বদলে যায় চারদিকের পরিবেশ
তবে বদলাতে চাই না আমি।


২.আমাকে তুমি শত নামে ডাকো না কেন
আমি মানুষ হয়ে বারবার ফিরে আসবো
এই পৃথিবীর ধারা তলে, তোমারই আঙ্গিনায়
কখনো ফুল হয়ে, কখনো পাখি হয়ে,
কখনো বা তোমারি মনের প্রেয়সী হয়ে।


৩.পৃথিবীর রঙ্গমঞ্চে কতইনা রঙের মেলা দেখি
এই ক্ষেত্রে অভিনয় অভিনেত্রীর পারফরম্যান্স
‌ যাই হোক না কেন ভুলে যেও না তুমি কিন্তু মানুষ -
তোমার মধ্যে বাস করে মানবতার জয়গান
তুমি মানুষ হয়েই পৃথিবীতে আলোকিত করো।


৩০/১০/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড