অনু কথামালা-৫০


১.উপজাতিদের আঞ্চলিক ভাষা
যেমন আমরা বুঝি না
তেমনি তোমার অনেক কথা
কানেই আমি তুলি না।
যার যা বলার বলে যাক
তাতেই বা ক্ষতি কি
আমার প্রাপ্তি আমার স্বীকৃতি
আমার ই পৃথিবী ।


২.পৃথিবীতে এতই বিচিত্রতায় ভরপুর
তার চেয়ে বেশি বিচিত্র মানুষের সভ্যতা,
বিবর্তনের পরেও আধুনিক সভ্যতায় মানুষ
অসভ্য হয়ে বাস করে সভ্যতার আড়ালে ।
শিক্ষায়, দীক্ষায়, মানসিকতায়
যতই আধুনিক হোক -
আদি আচরণ ভুলে না কখনো
লুকিয়ে রাখতে পারে না কখনো।


২৯/১১/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড