অনু কথামালা -৪১


যখন তোমার প্রয়োজন
দেখবে তোমাকে দেখে মনে হবে
তুমি ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে
হাত পেতে একটা দুইটা পয়সা
তবুও কানা কড়ি
পড়ে না তোমার থালে।


২. যত জ্ঞানের বহর রয়েছে
পুরুষতান্ত্রিক সমাজে ।
একেবারেই অবোধ নির্বোধ
পথ চলতে পারে না
নারী নামের অর্বাচীন।


৩. নারীর ক্ষমতায়নে -
নারীকে প্রশ্ন করা হয়?
কি কর তুমি, কিভাবে চলে তোমার জীবন
কি কাজই বা তোমার !!
যেমন প্রশ্ন করে নারী, তেমন প্রশ্ন করে পুরুষ তার অর্থ কী দাঁড়ালো-এই নারী
নিজের ক্ষমতা সম্বন্ধে অজ্ঞ বুঝি??


০৮/০৯/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড