অনু কথামালা -৪৮


১.চারদিকে অন্ধকার তার মানে
‌পৃথিবীর কি ধ্বংস হয়ে গেল!
  যাদের চোখে পর্দা, সবকিছুই অন্ধকার দেখে।
  দৃষ্টির চোখ অনেক আলোকিত
  এই দৃষ্টি আলো ছড়ায়,
  অনেকদিন স্থায়িত্ব হয় অনন্তকাল....


২. প্রকৃতিতে ঝড়, তুফান দেখ
ভয় পাও নিরাপদ আশ্রয়ের খোঁজ
অন্যকে অকারণে কষ্ট দাও কেন
ভুল তাও সবাই এক পাল্লার নয়
সময়ের ব্যবধান মাত্র তুমি
উপকার করেছো, প্রকৃতির দান
উপহার অনিবার্য, তাই ধৈর্য ধর।


৩.সাধধান আমরা সবাই
ক্ষণস্থায়ী জীবনটা কখন যেন
পরাণ পাখি উইড়া যায়
আমার তোমার ভালবাসার
মাংস পিন্ড,ধুলায় লুটায় ।


২৩/১১/২০২২
নন্দিনী লুইজা
বর্ণ প্রকাশ লিমিটেড