আমি দুঃখী, তাতে কারো কোনো ক্ষতি নেই
তুমি সুখী হও
অতীতকে যারা মনে রাখে __
তারা নির্বোধ ন্যাকা !
তুমি অতীতকে কত সহজেই ভুলে গেছ __
তুমি বিচক্ষন আধুনিকা
অতীতকে মনে রাখার অর্থ
পিছিয়ে পড়া, পেছন ফিরে দেখা __
আমি পিছিয়ে পড়ার দলে, সেকেলে ---
আমার সম্বল শুধু একান্তে হৃদয়ে রক্তমোক্ষণ
মান্নার গান, রবিশঙ্করের সেতার
জগজিতের গজল আর চৌরাশিয়ার বাঁশী
তুমি পিছু ফিরে তাকাওনি
আর দেখো না, এগিয়ে যাও
অগ্রগামী হও, অগ্রগামীনী---
অতীতকে ভুলে বর্তমানকে আঁকড়ে ধরেছ
তাই থাকো
ভবিষ্যতের সোপান মসৃণ হবে
যাকে ছেড়ে এসেছ
তাকে বিস্মৃতির তিমিরে অন্তরীণ রেখেছ
ভালই করেছ__
নাহলে অযথা কষ্ট পেতে
যাকে বরণ করে নিয়েছ
তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছ
ঠিকই করেছ__
নাহলে বৃথাই দুখঃ পেতে, দুঃখী হতে
তুমি দুঃখী হয়ো না
আমি দুঃখী, তাতে কারো কোনো ক্ষতি নেই
তুমি সুখী হও----
তুমি সুখী তো !