এ কোন পৃথিবী ধাঁধাকার, যেখানে সকাল রাতের চেয়েও অন্ধকার!  
যেখানে পিশাচের অট্টহাসি  আর শয়তানের জ্বলজ্বলে চোখের ঘোরাফেরা আখছার
যেখানে তিন বছরের শিশু হতে আশি বছরের বৃদ্ধারও নাই নিস্তার
যেখানে নরাধম দুপেয়ে শ্বাপদদের আনাগোনা বারংবার


যখন  কোনো কাগজে পড়ি কিংবা তাজা খাসখবর হয় দূরদর্শনের পর্দার
তিন বছরের শিশুকন্যাকে নৃশংসভাবে করা হয়েছে বলাৎকার
তখন চোখ ফেটে রক্তের অশ্রু হয়ে আসে বার
সবিস্ময়ে ভাবি এ কোন জগতে বাস আমার, এ যে রাতের চেয়েও অন্ধকার !


যেখানে ভরদুপুরে আদুর শিশুকন্যার দু-পা চিরে নির্বিঘ্নে চলে জঘন্য পৈশাচিক অত্যাচার
যেখানে নীল স্নিগ্ধ নির্মল আকাশ বিদীর্ণ করে বেরিয়ে আসে অসহায় নিপীড়িত শিশুর আর্তচীৎকার
তিন বছরের শিশুর উপর করে অমানুষিক অশালীন অত্যাচার                                                                                                                                                                                                     বিকৃত ক্ষিদে মিটিয়ে তোমার, জাহির কর নিজের পৌরুষ ক্ষমতার


হে বীরপুঙ্গব ! নরাধম, পশুরও অধম, কাপুরুষ, মানব জাতির কুলাঙ্গার
তোমরা শুধু মানব জাতির কলঙ্ক নও, তোমরা কলঙ্ক এই পৃথিবীর, কুলাঙ্গার এই মানব সভ্যতার
তোমরা মানুষ নও, নও পশু, তোমরা পিশাচ, তোমাদের নেই কোনো বাঁচার অধিকার  
মনেপ্রাণে কামনা করি তোমাদের কঠোর শাস্তি হোক, হোক উপযুক্ত বিচার


যখন শুনি কোনো অশীতিপর বৃদ্ধা হয়েছে কোনো পিশাচ শয়তানের লালসার শিকার
তখন লজ্জা হয়, হয় ঘৃণা নিজেকে মানুষ বলে পরিচয় দেবার
কিংকর্তব্যবিমূর হয়ে ভাবি, আমরাই নাকি গলা ফাটিয়ে চিৎকার করে বড়াই করি মানব সভ্যতার
অবাক হয়ে প্রশ্ন করি নিজেকে, সত্যিই কী আমরা মানুষ, নাকি মুখোশ পরে অভিনয় করি মানুষ হবার !
                
তাহলে ওরা কারা ! যারা অবোধ দুধের শিশুর উপর করল নারকীয় অত্যাচার
চলৎশক্তিহীন দৃষ্টিহীন অশীতিপর বৃদ্ধাকেও করল ঘৃণ্য লালসার শিকার
কিশোরী-তরুণী-যুবতী-গৃহবধু-মা-বোন-স্ত্রী-কন্যা-দিদিমা-ঠাকুমা কাঊকে দিল না ছার  
ওদের কী নেই কেউ ! মা-বোন-স্ত্রী-কন্যা-দিদিমা-ঠাকুমা, কোনো আত্মীয়-স্বজন, নেই কোনো পরিবার  !


আমরা যারা নিজেদের এই বিংশ শতাব্দীর সভ্য মানুষ বলে করি মিথ্যা অহংকার    
যাদের দখলে নাকি কম্পিউটার ইন্টারনেট তথ্যপ্রযুক্তির বিশাল ভাণ্ডার  
সেই তথাকথিত সভ্য মানুষের দল তারঃস্বরে করে উঠলাম চীৎকার
ওরা জানোয়ার, ওরা জানোয়ার, ওরা অসভ্য ইতর জানোয়ার


ছিঃ মানুষ ছিঃ ! ধিক তোমাদের, ধিক তোমাদের গর্বের মানব সভ্যতার
ঐ নির্দোষ অবলা পশুদের উপর চাপিয়ে দিচ্ছ তোমাদের যত দোষ কুকর্মের দায়ভার
কখনো কী কেউ দেখেছো কোথাও কিংবা শুনেছো কোনও খবর জোরদার
কোনও জানোয়ার করেছে বলাৎকার, করেছে অত্যাচার, জাহির করেছে তার ক্ষমতার !


অসভ্য জানোয়ার যেন কক্ষনও না হয় সভ্য , চিরকাল যেন থাকে হয়ে ওই অসভ্য জানোয়ার
নাহলে, তারাও একদিন তিন বছরের শিশু থেকে অশীতিপর বৃদ্ধাকে করবে অত্যাচার, করবে বলাৎকার
দুর্বিষহ করে তুলবে কত কিশোরী-তরুণী-যুবতীর জীবন, ভেঙ্গে দেবে কত স্বপ্ন, কত সংসার
এ কোন মানবসমাজ, এ যে জঙ্গলরাজের থেকেও ভয়ংকর


এ কোন সকাল, এ যে রাতের চেয়েও অন্ধকার !