আমি যদি বৃষ্টি হতাম ---
টাপুর টুপুর করে তোমার মাথায় ঝড়ে পড়তাম
কপাল বেয়ে ডাগর দুটি চোখের পাতায় জমা হতাম
চোখের পাতা থেকে টপ টপ করে টিকালো নাকে পড়ে  
ঝরনার ধারা হয়ে ঝর ঝর করে তোমার গুলাবী অধরপল্লবে ঝড়তাম  
ঠোঁট থেকে চিকন চিবুক বেয়ে আছড়ে পড়তাম হালকা আকাশী রঙের
শিফন শাড়ীর আঁচলে ঢাকা আপীন বক্ষের আঁটসাঁট কাঁচুলির উপর
জবজবে ভেজা কাঁচুলির ফাঁক দিয়ে চুইয়ে যেতাম গিরিখাঁজ হয়ে সোজা নাভিপদ্মে
নাভিপদ্মে ঘূর্ণিপাক খেয়ে মসৃণ ঢাল বেয়ে কালো ঘাসের জঙ্গলকে প্লাবিত করে
সজোরে আছড়ে পড়তাম বারমুডা ট্রাই-অ্যাঙ্গেলে ----
ধাক্কা খেয়ে তলিয়ে যেতাম নোনা জলের অতল তলে
সমুদ্রের ঘূর্ণিতে চক্কর খেয়ে প্রবল তাপে বাষ্প হয়ে আকাশে উড়ে যেতাম
আবার বৃষ্টি হতাম ----