পূবের মেঘ পশ্চিমে ধেয়ে
আকাশ ঢেকেছে আঁধার ঘনায়ে।
পুঞ্জ পুঞ্জ কালো মেঘের দল
বিষায়েছে বায়ু দামামা বাজিয়ে।


উড়ে চলেছে গৃধিনীর মত-
রক্ত পিপাসু কালো মেঘ যত।
বজ্র কঠিন শোষণের তরে
শোনা যায় ঐ' নিঃশ্বাসের ধ্বনি।


তারা অশ্রুসিক্ত করেছে প্রাণ
শাসনের তরে মিথ্যা প্রমাণ।
অভিশপ্ত ঐ' কালো মেঘের হাতছানি
ভুলিয়েছে মহানদের লালায়িত বাণী।


নয়ন খুলিয়া দেখিবে যেদিন
জাগরিত হবে মনুষ্যত্ব সেদিন।
দিতে হবে সৈনিকের আশ্বাস
সেদিন হবে তাদের সর্বনাশ।
*********************