মোবাইলের সুইচটা অন করতেই-,
স্কিনে ভেসে উঠল-
বড় বড় ইংরাজীতে লেখা,
ওয়ান মিসকলড।


কিছুটা না বুঝেই-
ইচ্ছা অনিচ্ছার বশীভুত হয়ে
ডায়াল ক'রে ফেললাম।


কয়েকটা সেকেন্ডের ব্যবধান মাত্র।
ও প্রান্ত থেকে শব্দ উঠছে-
ক্রিং-ক্রিং - ক্রিং-ক্রিং - ক্রিং-ক্রিং - ।


মোবাইলের রিং এর প্রখরতার সঙ্গে-
মনে ঘনীভূত হচ্ছে নানা কৌতূহলী প্রশ্ন।
কি বলব-?


আর পাঁচ জন সাধারণের মত,
কে বলছেন-!কোথা থেকে বলছেন-!
কিম্বা,প্রথমেই জিজ্ঞাসা করব তাঁর নাম!
কিম্বা,কেন  মিসকলড দিয়েছেন!


নাকি,শুরু করব কোন নতুন অধ্যায়,
যা হারিয়ে যাবে জানা অজানার বিস্মৃতে!
নাকি, দেব ভয়ে সিটিয়ে যাওয়া কোন প্রত্যুত্তর!


ভাবনার লেশ কৌতূহলী মনকে ছাপিয়ে যাচ্ছে।
না-! কেউ নেই।

মোবাইলটা বেজেই চলেছে অনাব্রত।
অর্থহীন রাগে সির সির করছে সারা শরীর।
ওষ্ঠদ্বয় কেঁপে উঠছে মাঝে মাঝে।
হাতের বুড়ো আঙ্গুলটা-,
এখনও ব'সে আছে ডায়াল কিপ্যাডের উপরে।
মনে হয় সর্ব শক্তি দিয়ে চেপে বসবে এবার।


হঠাৎ-!
মোবাইলের রিং বন্ধ হল।
ও প্রান্ত থেকে ভেসে এল
শরীর হীম করা একটা ক্ষীণ শব্দ, "হ্যা-লো"-!


মনে হল মৃত্যুর ধার ঘেসে শুয়ে আছে-
কোনো আহত মানুষের কণ্ঠস্বর।
নিস্তব্ধতার বাতাবরণে এক ঝলক নীক্কণ ধ্বনি।
তবে কি--!


মুহূর্তের মধ্যে লাইনটা কেটে গেল।
আবার একটা ক্ষীণ শব্দ,"হ্যা-লো"-!
"চিনতে পারছো-?"


আমি সু-রঞ্জন-!!


*********************