বিঃদ্র ঃ কবি বন্ধু "মুজিবুর রহমান মুনীর" আমার "প্রথম দেখার আলপনা" কবিতা টি পড়ে আমায় একটি প্রশ্ন করেছিল। আমি তাঁর প্রশ্নের উত্তরে এই কথা গুলি উপস্থাপন করলাম। আর তাই বিশেষ করে মুজিবুর রহমান ভাই কেই এটি উৎসর্গ করলাম।
             ~~~~~~
হে , দুঃর্জয় গিরিরাজ হিমালয়,
হে , চঞ্চলা জলধিবর প্রশান্ত,
হে , রুক্ষ দেব উদ্যান কালাহান্দি,
হে , অসীম শুন্য মহারাজ অম্বর,


তোমরা কি জানো, সেই ভুবন ডাঙ্গার-
ধুলো মাখা, প্রস্তর ভাঙা পথের দুকোন ?
যেখানে শীতল গাছের ছায়ায়-
বৃদ্ধ ক'রে গান মন যে মাতায় !


চেন কি ? তাঁহার গানের সুরের ধ্বনি-
বোঝ কি ? তাঁহার সহস্র মনের বানী !
জানি জানি সবকিছু সবই তাঁহার,
কেবলই শুধু যে ছিল বন্ধু আমার।


তাই শুধায় তোমায় দুহাত ধরে-
বলছি তোমায় প্রাণে মোরে,
চেন কি তাঁকে ? জানো কি তাঁকে ?
আমার হৃদয় পদ্ম সোনার মোনিকাকে !


************************