মৃত্যুকে আমি ভয় পাই না ।
মৃত্যু কাল রূপি পরম বন্ধু জানি।
মৃত্যুকে আমি ভালোবাসি ,
শ্রদ্ধা করি নবান্নের জয়গানে ।


মৃত্যু আমার পথঃদর্শী
সবাকার মাঝে ,
মৃত্যুকে ভুলতে পারিনা তাই -
সকাল বিকাল সাঁঝে।


মৃত্যু আমার চোখের অশ্রু
মৃত্যুমুখী সমাজ ।
মৃত্যু আমার জীবনসাথী
অন্ধকারের মাঝ।


মৃত্যু জেনো শেষের সীমা
ভবের জীবন-মাঝে ,
মৃত্যু হল সত্য জীবন
মানব জনম বাদে ।


তাই --
করো যদি মৃত্যুকে ভয় ,
পাবে না কোথাও ঠাঁই ।
ধরবে সে বড় তাড়া কষে,
জনমের মত ভাই ।


তাই --
কোরো না কেউ -
মৃত্যুকে ভয় ।
বন্ধু ভেবে মিত্র ভেবে ,
করো তারে জয় ।।