মন -!
আকাঙ্খা আর অভিযোগের ভারে-
ক্লান্ত প্রদীপ-
তার ক্ষীণ শিখায় অস্তমিত-
দুরন্ত ছলনায় যা প্রসারিত ।
তৃপ্ত মন আজ উড়ন্ত-
দিগন্ত পথিকের হর্ষ-ধ্বনি ক'রেছে বিস্তারিত-
গগন চুমে তব ছায়া ।
কালো অশরীর কায়া-
আজ তেজস্বীতায় ভরা ধু-ধু প্রান্তর-
রক্ত ছলনার ভুবন মণ্ডিত কর্কশ স্বর-
অঝোর ঝর্নায়-
যা আজ ঝরিয়া প্রস্তর ভাঙা নিঃশব্দতায় ।
গভীর রজনীর নিঃস্তব্ধতার পদচিহ্ন-
করাঘাতের মত শোষিত প্রায় ।
রক্ত বর্ণের অশ্রু ফেনায়-
অজানা ইতিহাসের গোপন খেলায়-
মাতোয়ারা বন-পিয়াসির দল ।
অনন্ত বিরাজো তপন-
আজ রক্তিম আভায় উদ্ভাসিত ।
চলন্ত প্রজাপতির উড়ন্ত চেতনায়-
ঝিলমিলিয়ে চলেছে কুহেলিকার ঝাঁক ।
অশান্ত নিবিড় অরণ্য মাঝে-
বিলীন প্রায় পুষ্পের মেলা ।
রক্ত-করবীর ভূ-লুণ্ঠিত পাপড়ির মত-
আজ অসহায় তারা ।
অজানা তাদের অনাদর রক্ত লেখা-
পরাজয়ের নীরব বহ্নিশিখায়-
হয়ে উঠেছে উন্মাদিত অঝোর ঝর্ণাধারা ।
তাদের পত্র- পুষ্পের-
ভ্রাম্যমান শাখায়-
বাতাসে দুলায়িত পাপড়ির মত-
আমি আছি-
তোমার আমরণ জীবন নাট্যের-
পরিসমাপ্তির সুচনা পর্ব হয়ে।


******************